Monday, October 3

কানাইঘাটে জাহাঙ্গীর আলমের উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন উপলক্ষ্যে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: সিলেট এম.এ,জি ওসমানী মেডিকেল কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের উচ্চতর শিক্ষা অর্জনের জন্য পোল্যান্ড গমন উপলক্ষ্যে কানাইঘাট সরকারী উচ্চবিদ্যালয়ের ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল গত শনিবার বিকাল ৫টায় কানাইঘাট ডাকবাংলায় অনুষ্ঠিত হয়। প্রবীণ রাজনীতিবিদ দূর্গাকুমার দাসের সভাপতিত্বে ও কানাইঘাট কলেজের শিক্ষার্থী রুবেল আহমদ সাগর ও নজির হাসান তুহিনের যৌথ পরিচালনায় উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার শাহাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, আ’লীগ নেতা ছইফুল আলম, মাওঃ আব্দুল কুদ্দুছ, সংবর্ধিত মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাজীবিদের উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবনেতা আবুল হারিছ, আজমল হোসেন, ছাত্র নেতা রিজভী, মারুফ, আব্দুর রহমান, তুহিন, রায়হান, সাহেদ, আফতাব প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাটের মেধাবী শিক্ষার্থীরা আমাদের এলাকার জন্য অনেক সম্মান বয়ে এনেছে। অনেকে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বিশে^র বিভিন্ন দেশে অধ্যয়ন করে সুপ্রতিষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর আলম উচ্চতর শিক্ষা অর্জন করে যাতে করে দেশ ও সমাজের জন্য কল্যাণ মূলক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁর সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়