নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপির সর্দারীমাটি গ্রামের সরকারী কর্মকর্তা বদরুল হকের বসত ঘর ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে একই ইউপির মৌনগর গ্রামের মাহমুদ আলীর পুত্র গিয়াস উদ্দিন (২৫) কে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার রাতে স্থানীয় সড়কের বাজার থেকে গিয়াস উদ্দিনকে থানার এসআই কামাল উদ্দিন গ্রেফতার করেন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সরকারী কর্মকর্তা বদরুল হক জানান, গত ৬ এপ্রিল গভীর রাতে পাকা বসত ঘরে একদল ডাকাত ঢুকে তাকে এবং তার স্ত্রী আলেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় তিনি কানাইঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি ডাকাতির মামলা হিসেবে না নিয়ে চুরির মামলা হিসেবে রেকর্ড করে গিয়াস উদ্দিনকে আসামী করে আদালতে সোপর্দ করেন। তার অভিযোগ গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন মঙ্গলবার আদালতের কাঠগড়ায় তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে, এতে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়