কানাইঘাট নিউজ ডেস্ক:
মাকড়সাকে কীটপতঙ্গ শিকারি প্রাণী হিসেবেই আমরা চিনি। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক নতুন প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছেন, যারা সমুদ্রে সার্ফিং ও সাঁতার কাটতে পারে এবং মাছ শিকার করে খায়। বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মাশাবল অস্ট্রেলিয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, ব্রিসবেনে আয়োজিত ‘ওয়ার্ল্ড সায়েন্স ফেস্টিভ্যালে’ এই প্রজাতির মাকড়সা প্রদর্শন করা হয়।
খবরে বলা হয়,পানির কাছাকাছি বসবাস করা এসব মাকড়সা সমুদ্রের ঢেউয়ের ওপর সার্ফিংও করতে পারে। বিভিন্ন ধরনের প্রাণী শিকার করতে পারে। শুধু পোকামাকড় নয়, মাছ ও ব্যাঙও শিকার করে খায় এসব মাকড়সা। সমুদ্রের পানির নিচে শিকারের জন্য ডুব দিয়ে এক ঘণ্টা পর্যন্ত সেখানে থাকতে পারে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়া গেছে। এসব মাকড়সা মাছ, ব্যাঙাচি, বড় ব্যাঙ শিকার করে খায়। তবে মানুষের জন্য এই প্রজাতির মাকড়সা ক্ষতিকর নয় বলে খবরে বলা হয়েছে।
মাছ শিকার করার সময় এসব মাকড়সা পেছনের পা নোঙর হিসেবে কাজ করে এবং সামনের পা দিয়ে পানির ওপর শিকারের জন্য প্রস্তুত থাকে।
Monday, March 14
এ সম্পর্কিত আরও খবর
ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখার উপায় কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। বাড়ছে ল্যাপটপের
শীতের সময় কলা খেলে ঠান্ডা লাগে! কতটা সত্যি? অতি পরিচিত, সহজলভ্য এবং পুষ্টিকর একটি ফল কলা। এতে ক্যালোরিও বেশি। শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাত
পান্তা খাওয়ার উপকারীতা বাংলাদেশের প্রাচীন কৃষি সভ্যতা, মানুষের অর্থনৈতিক প্রজ্ঞা ও সামাজিক প্রথা আর খাদ্য ব্যবস্থা জ
হজে গিয়ে মারা গেলে করণীয় কী? ছবি: অন্তর্জালইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের চতুর্থ রোকন হলো হজ। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা
যেসব কারণে ভেঙে যেতে পারে দীর্ঘদিনের সম্পর্ক সম্পর্কে টানাপোড়েন থাকবেই। তার পরেও যেকোনো সম্পর্কের সঠিক যত্ন নেওয়া উচিত। কারণ আমরা দেখতে
রেসিপি: সর্ষে পনির নিয়মিত পনির খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। দাঁত এবং হাড়ের গঠন মজবুত হয়। বিশেষজ্ঞদের মতে, শ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়