Thursday, January 21

মন ভরেনি সিলেটবাসীর


সিলেট, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬ :: আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায় সিলেটের উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে সিলেটবাসীর মাঝে অনেকটা হতাশার সূর ওঠেছে। আর এ বিষয়টি অনুধাবন করা যায় প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই। সমাবেশে আগত অনেকে বলাবলি করতে থাকেন- সিলেটের উন্নয়নের ব্যাপারে তো কিছুই বললেন না প্রধানমন্ত্রী। বললেন শুধু পুরনো কথা। আর চাইলেন ভোট। তবে এসময় কেউ কেউ বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সিলেটের উন্নয়ন হবে। বিশেষ ঘোষণার আবশ্যকতা নেই। সিলেট আলীয়া মাদ্রাসা মঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে পুরো সিলেটজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিলেটের উন্নয়ন ব্যাপাওে নতুন নতুন ঘোষণা আসবে -এমন আশায় বুক বাধেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও। তাই তার আগমণ বর্ণিল করতে সিলেটবাসীর পক্ষ থেকে গ্রহণ করা হয় বিস্তৃত আয়োজন। গোটা নগরীকে সাজানো হয় বর্ণিল সাজে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট বিমানবন্দরে পৌঁছলে তাকে সিলেটবাসীর পক্ষ থেকে জানানো হয় লালগালিচা অভ্যর্থনা। তাছাড়া তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক’দিন আগ থেকেই নগরীতে নির্মাণ করা হয় অসংখ্য তোরণ। সাঁটানো হয় ব্যানার-ফেস্টুন। সভামঞ্চে পৌঁছার সাথে সাথে আগত লোকজন হাত নাড়িয়ে জননেত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানান। নিস্তব্ধ হয়ে শুনেন বক্তব্য।তবে তার বক্তব্য যখন শেষ পর্যায়ে তখনই কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেন। সিলেটের উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তেমন কোনো তথ্যই নেই বলে মন্তব্য করেন অনেকে। যদিও সিলেটে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করন ১২টি উন্নয়ন কাজের। কিন্তু এগুলোর মধ্যে নতুন কিছু নেই বলে অভিযোগের সুরে বলেন কেউ কেউ। তাদের মতে শুধুমাত্র মদন মোহন কলেজ সরকারি করণের ব্যাপারে একটু আশার ঝিলিক রয়েছে। অথচ এবারের সিলেট সফরে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রত্যাশা ছিল- মদন মোহন কলেজকে সরকারিকরণের পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নিতকরণ, সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে পুণরায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু, রিফুয়েলিং স্টেশন চালু, গ্যাস সংযোগ পুণরায় চালু, আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ, সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এমসি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সুনামগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপন, সিলেট-ঢাকা ডাবল রেলপথ, সুরমানদী খনন, স্পেশাল ইকোনমিক জোন স্থাপন ব্যাপারে। সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়