কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রথম থেকেই রণবীরের মা নীতু সিংহও নাকি মেনে নেননি ক্যাটরিনাকে। বাড়ি থেকে মেনে না নেয়ায় কিছুতেই রণবীর-ক্যাটরিনার সম্পর্কের জটিলতা কাটছিল না। অবশেষে সম্পর্কের বরফ গলল। শ্বশুর খানদান মেনে নিলেন হবু বউমাকে। আর হাঁফ ছেড়ে বাঁচলেন রণবীর কাপুর।
সম্প্রতি ‘তামাশা’র শুটিংয়ে নাকি ফের কাছাকাছি এসেছিলেন এই পুরনো জুটি। তার পর থেকেই রণবীর-ক্যাটরিনার স্টেডি রিলেশন কিছুটা ধাক্কা খায়। যতই লন্ডনে রণবীরের জন্মদিনে ক্যাট হাজির থাকুন বা স্পেনে একসঙ্গে ছুটি কাটান, বাড়ি থেকে মেনে না নেয়ায় কিছুতেই তাদের সম্পর্কের জটিলতা কাটছিল না।
কাপুরদের বাংলোতে ক্রিসমাস পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ক্যাটকে। সেখানে হাজির ছিলেন কাপুর পরিবারের বেশির ভাগ সদস্যই। লাঞ্চের পর করিশ্মা এবং করিনার সঙ্গে আলাদা করেও ছবি তুলেছেন তিনি। এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০১৬-তেই বিয়ে করছেন রণবীর-ক্যাটরিনা।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেডএ)
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়