Friday, November 6

কানাইঘাটে যৌথ বাহিনীর অভিযান : বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা জুড়ে আবারো বিরোধী জোটের নেতাকর্মীদের ধর পাকড় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত জুড়ে উপজেলার বিভিন্ন এলাকার বাসা বাড়ীতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। হঠাৎ করে কানাইঘাট জুড়ে যৌথবাহীনির অভিযানের ফলে বিএনপি-জামায়াত শিবিরের শত শত নেতাকর্মীরা বাড়ী ঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। কানাইঘাট থানার ওসি মোঃ হুমায়ুন কবির কানাইঘাট নিউজকে জানিয়েছেন উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সিলেটের এডিশনাল পুলিশ সুপার (উত্তর) সুজ্ঞান চাকমা, র‌্যাব-৯ এর কমান্ডার এএসপি মাঈনুদ্দীন চৌধুরী ও সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্রের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা থাকার সন্ধেহে আটক করা হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি সদস্য খসরুজ্জামান, আল হেরা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ তাজুল হক, নুরুল হোসেন, এখলাছুর রহমান, নিজাম উদ্দিন, গোলাম খালিক, প্রবাসী নাজিম উদ্দিন, বিএনিপ নেতা ফার্নিচার ব্যাবসায়ী মখলিছুর রহমান, সেলিম উদ্দিন, শিবির নেতা নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল কাদের, কামরুল ইসলাম। এদিকে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ আব্দুল মালিক নিরীহ নেতাকর্মীদের সম্পূর্ণ বিনাদোষে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বাড়ীতে বাড়ীতে হানা দিয়ে নির্বিচারে শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের গ্রেফতার করে। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা পর্যন্ত নেই। অপরদিকে যৌথ বাহীনির অভিযানে ছোট ফালজুর গ্রামের মৃত মফুর আলীর পুত্র কানাইঘাটের ডাকাত সর্দার গাউছ উদ্দিন (৪৫) কে শহর উল্লাহ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি সহ মাদক দ্রব্য আইনে পৃথিক দু’টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়