Thursday, September 10

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে একের পর এক সংঘাতের ঘটনায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাস সহ উপজেলা সদরে একের পর এক সংঘর্ষের ঘটনার পর বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার সিন্ধান্ত নেওয়া হলো। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় যুগ্ম আহবায়ক যথাক্রমে লোকমান হোসেইন, রফিক আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, জলাল আহমদ, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, ফখরুদ্দিন শামীম, রিংকু চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় উক্ত সভায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিষয়টি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের অবহিত করা হবে বলে সভায় সিন্ধান্ত নেওয়ার পাশাপাশি কানাইঘাট ডিগ্রি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ভাবে পালনের লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ যেকোন ধরনের সিন্ধান্ত নিলে এ ব্যাপারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোন ধরনের হস্তক্ষেপ করবেন না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়