Sunday, August 16

কানাইঘাটে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস কানাইঘাটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র‌্যালী উপজেলা সদরে বের হয়। শোক র‌্যালীতে সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরবর্তী এক শোকসভা উপজেলা ইউটিডিসি হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিও অপু দাসের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ফারুক আহমদ চেয়ারম্যান, এডভোকেট আব্দুস সাত্তার, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুবেশ্বির আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু, আজমল হোসেন প্রমুখ। শোক সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেত না। স্বাধীনতার স্থপতি জাতির জনককে ১৫ই আগস্টের কালো রাত্রিতে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল। কিন্তু তাঁর আদর্শকে ধ্বংস করতে পারেনি হত্যাকারী মির্জাফররা। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তাঁর আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে অনুস্মরণ করার জন্য আমাদের সবাইকে দলমতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে। এছাড়া বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া কানাইঘাট পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়