Thursday, August 27

ভারতে ২৯ লাখ মানুষ ধর্মে বিশ্বাসী নয়


আন্তর্জাতিক ডেস্ক, ভারতের ০.২৪ শতাংশ লোক কোনো ধর্মে বিশ্বাসী নয়। অর্থাৎ প্রায় ২৯ লাখ মানুষ কোন ধর্মেই বিশ্বাসী নয়। ২০১১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় রয়েছে নাস্তিক, যুক্তিবাদী এবং কিছু অজানা শক্তিতে বিশ্বাসীরাও। ধর্মে অবিশ্বাসীদের বেশিরভাগ (১৬ লাখ ৪৩ হাজার ৬৪০) গ্রামে থাকে এবং তুলনামূলক কম অংশটি (১২ লাখ ২৩ হাজার ৬৬৩) শহরবাসী। অবিশ্বাসীদের মধ্যে নারীদের সংখ্যা ১৪ লাখ তিন হাজার ৫৯১ এবং পুরুষের সংখ্যা ১৪ লাখ ৬৩ হাজার ৭১২ জন। যেকোন রাজ্যের তুলনায় উত্তর প্রদেশে ধর্মে অবিশ্বাসীদের সংখ্যা বেশি। বিহার, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক এবং তামিল নাড়– রাষ্ট্রে এক লাখেরও বেশি মানুষ আছে এই তালিকায়। নিরীশ্বরবাদের একটি ইতিহাস রয়েছে। ই ভি রামস্বামী(১৮৭৯-১৯৭৩) ১৯৯০ শতাব্দীতে ভারতে নিরীশ্বরবাদের ধারণা প্রচার করেন। সে সময় রাজনৈতিক নেতা দ্রাভিদার কাঝাগাম এবং তার দল নাস্তিকতাকে স্বীকৃতি দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য কিছু নাস্তিক ধর্মে বিশ্বাস এনেছে। নাস্তিক্যবাদের সমর্থক দ্রাভিদার কাঝাগাম বলেন, ‘এটা ভালো যে আদমশুমারিতে প্রথমবারের মতো আমাদের সংখ্যা লিপিবদ্ধ হয়েছে।’ কিন্তু তিনি মনে করেন প্রকাশিত সংখ্যার চেয়ে আরও বেশি সংখ্যক মানুষ অবিশ্বাসী। দ্রাভিদার কাঝাগাম আরও বলেন প্রকাশিত সংখ্যাটি কম হওয়ার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, আদমশুমারি বিভাগ সঠিক তথ্য প্রকাশে অনিচ্ছুক। দ্বিতীয়ত, অনেক অবিশ্বাসী মানুষ আছে যারা ব্যাপারটি স্বীকার করার সাহস পায় না। অন্ধ্র প্রদেশেও অবিশ্বাসীদের সংখ্যা অনেক। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া এর নিরীশ্বরবাদী কেন্দ্রের প্রতিষ্ঠাতা গোরা এবং তার স্ত্রী সরস্বতী ভারতের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতাপরবর্তী সময়েও ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়