Thursday, July 2

দেশের জন্য এটা বড় অর্জন,বললেন মাহবুব


ঢাকা: নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে আসাকে বড় অর্জন হিসেবে দেখছেন বিএনপির নীতিনির্ধারকরা। তবে এ ব্যাপারে কেউ সরকারকে কৃতিত্ব দিতে রাজি নন। দলটির নেতাদের দাবি, দেশে সত্যিকারের গণতন্ত্র চর্চা হলে এবং সরকার দুর্নীতি-দুবৃত্তায়ণ নিয়ন্ত্রন করতে পারলে বাংলাদেশ অনেক আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হতো। যেসব দেশে মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে, তাদের বলা হয় নিম্ন আয়ের দেশ। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ তালিকাতেই ছিল। কিন্তু বুধবার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এখন থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হবে। প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে চারটি আয় গ্রুপে ভাগ করে বিশ্বব্যাংক। তারা মধ্যম আয়ের দেশগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করেছে। একটি হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ, অন্যটি উচ্চ মধ্যম আয়ের দেশ। এদিকে বাংলাদেশের এমন অবস্থানের পর সবার মতো বিএনপিও একে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে তারা এজন্য এককভাবে সরকারকে কৃতিত্ব দিতে রাজি নয়। দলটির নেতারা বাংলাদেশের এমন উন্নতির জন্য বেসরকারি খাতকে বেশি কৃতিত্ব দিতে চান। বিষয়টি নিয়ে কথা বললে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জেনারেল (অব.) মাহবুবুর রহমান ঢাকাটাইমসকে টেলিাফোনে বলেন, “নি:সন্দেহে এটা আমাদের অনেক বড় অর্জন। নিম্ন আয়ের দেশ থেকে আমাদের যে উত্তরণ ঘটেছে তা স্পষ্ট হলো। তবে এজন্য সরকারের চেয়ে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের কৃতিত্ব বেশি বলে আমি মনে করি।” তিনি আরো বলেন, “দেশে সত্যিকারের গণতন্ত্র চর্চা হলে, সুশাসন নিশ্চিত করা গেলে এবং সরকার দুর্নীতি ও দুর্বৃত্তায়ণ নিয়ন্ত্রন করতে পারলে আমাদের প্রবৃদ্ধি দুই অংকের ঘরে যেত।কিন্তু সরকার এসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।” আর দলের পক্ষ থেকে নিয়মিত সংবাদ সম্মেলনেও এ নিয়ে কথা বলেন বিএনপির মূখপাত্র ও আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি অবশ্য মাহবুবুর রহমানের সঙ্গে অনেকটা দ্বিমত প্রকাশ করেন। বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে উল্লেখ করে বিশ্ব ব্যাংকের দেয়া বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “এখানে সরকারের কোনো অবদান নেই। জনগণের প্রচেষ্টায়ই এই অর্জন সম্ভব হয়েছে। বর্তমান ক্ষমতাসীন সরকার লুটপাট না করতে তাহলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছে যেত।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়