Wednesday, June 10

কৃষ্ণাঙ্গ নির্যাতনের জেরে মার্কিন পুলিশের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাককিনি শহরে এক কৃষ্ণাঙ্গ কিশোরীকে নিগ্রহ ও অন্য কিশোরদের দিকে অস্ত্র তাক করে হুমকির অভিযোগে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ওই কিশোরীকে মাটিতে ছুঁড়ে ফেলে তার চুল ধরে টানা-হেঁচড়া এবং অন্য কিশোরদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দেওয়ার ওই ভিডিও প্রকাশের পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল সমালোচনার সৃষ্টি হয়। তারই জেরে পুলিশ কর্মকর্তা এরিক কেসবোল্ট পদত্যাগ করলেন। সোমবার ম্যাককিনি কর্তৃপক্ষ কর্পোরাল কেসবোল্টকে জিজ্ঞাসাবাদের মধ্যদিয়ে ঘটনাটির বিষয়ে একটি তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে কেসবোল্টকে ছুটিতে রাখা হয়। এরই মধ্যে কেসবোল্ট স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন একটি কল পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ভিডিওতেও আমরা দেখেছি, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়