মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে সফর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচউন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফর মিয়া মির্জাপুর ইউনিয়নের পাঁচউন গ্রামের আজমল মিয়ার ছেলে।
আহতরা হলেন, মিলাদ হোসেন (৮) ও রাজিব মিয়া (১১)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ মিয়া জানান, বিকেলে বৃষ্টির মধ্যে তারা তিনজন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সফর মিয়ার মৃত্যু হয় ও দু’জন আহত হন।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়