Saturday, May 16

নতুন পতাকার নকশায় ব্যাপক সাড়া


কানাইঘাট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের নতুন সরকার দেশের পতাকার ডিজাইন পরিবর্তনের জন্য নকশা আহ্বান করেছিল সাধারণ জনগনের কাছ থেকে। এ আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছেন নিউজিল্যান্ডবাসী। বর্ণিল ডিজাইন আর কারুকাজে নিজের মত সাজিয়ে পতাকার মাধ্যমে নিজের ভাল লাগা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের নাগরিকরা। নিউজিল্যান্ডবাসীর ডিজাইন করা কিছু বর্ণিল পতাকার নকশার ও ছবি নিচে দেওয়া হলো। ১. প্রথম ছবিটিতে লিখা রয়েছে অকল্যান্ড থেকে জেমস গ্রের নির্দেশে লেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।লেজারের মরীচি নিউজিল্যান্ড একটি শক্তিশালী প্রকল্প।আমার নকশা আলোচনা করা প্রয়োজন হবে না এটা আমার বিশ্বাস। ২. দ্বিতীর ছবিতে একজন নাগরিক লিখেছেন আমি ঐশ্বর্যশালী বিরল-কিউই প্রজাতির পাখি একেছি যা দেখতে পেপের মত। যা আমাদের পূর্বপুরুষ, তাদের আত্মা, জমি এবং সংস্কৃতির সঙ্গে নিউজিল্যান্ডের গভীর সম্পর্কের একটি ক্লাসিক আইকন। ৩. তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে একটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ৪. চতুর্থ ছবিটিতে প্রাণী, প্রকৃতি, মেঘ, বৃষ্টি, সূর্য ইত্যাদি নির্দেশ করা হয়েছে। ৫. পঞ্চম ছবিতে কয়েকটি তারা ও একটি হাঁসের ছবি আকা হয়েছে। ৬. ৬ষ্ট ছবিতে মুখোশ আকৃতির লম্বা ঠোঁট দিয়ে শুভ সূচনা ও শুভ কামনা জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়