মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে বাবা-ছেলেকে মাইক্রোবাসে উঠিয়ে ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রবিবার বিকাল পৌনে চারটার দিকে শহরের অদূরে বনিক্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হলেন- সিরাজদিখান উপজেলার মনির হোসেন বেপারী ও তার ছেলে জাকির হোসেন বেপারী। ঘটনার সময় দুর্বৃত্তরা তাদের পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করে।
মনির হোসেন বেপারী জানান, শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংকের মুন্সীগঞ্জ শাখা থেকে ১০ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে বাবা-ছেলে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
পথে বনিক্যপাড়া এলাকায় মাইক্রোবাসে করে ৭/৮ জন দুর্বৃত্ত এসে অটোরিকশার গতিরোধ করে। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাবা-ছেলেকে মাইক্রোবাসে তুলে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তারা।
পরে সিরাজদিখান উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছে বাবা-ছেলেকে সড়কে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যায়।
এদিকে ভুক্তভোগীরা বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থানায় মামলা করতে যান। তবে, পুলিশ মামলা নেয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনাটি জেলা সদরে ঘটেছে। মামলা করতে হলে সদর থানায় করতে হবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়