ঢাকা: যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর উপরিভাগের সৃষ্ট ফাটল মেরামতে ১০৯ কোটি এক লাখ ৭০ হাজার টাকার কাজ দেয়া হচ্ছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানিকে।
বঙ্গবন্ধু সেতুর সৃষ্ট ফাটল মেরামত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি আগামী বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য উখাপন হচ্ছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিদেশে থাকায় এ বৈঠকে সভপতিত্ব করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গত ১ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভোগের ক্রয় ও অর্থনৈতিক শাখায় পাঠানো হয়েছে।
সার সংক্ষেপে বলা হয়েছে, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এর অধীনে বঙ্গবন্ধু সেতুর নির্মাণ কাজ ১৯৯৮ সালে সম্পন্ন হয়। ২০০৬ সালে সেতুর উপরিভাগে ফাটল সৃষ্টি হয়। পরে বিশেষজ্ঞদের মতামতে সেতু উপরিভাগ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়। সেতুর উপরিভাগের ফাটল মেরামরেতর কাজটি গত ২০১৩ সালের জুন মাসে শেষ হয়। নতুন করে আবারও সেতুতে ফাটল দেখা দেয়। উদ্ভত পরিস্থিতিতে ড, প্রফেসর জামিলু রেজা চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম সেতুটি সরেজমিন পরির্দশন করে। পরে জরুরি ভিত্তিতে সেতুর উপরিভাগ মেরামতের সুপারিশ করে। এর পরে চলতি বছর ১৬ ফেব্রুয়ারি
সেতু বিভাগ থেকে দরপত্রের আহ্বান করে। এতে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি, হুবাই ইন্টাটিয়াল কনস্ট্রাকশন গ্রুপ এবং অলি হুয়া হোলডিল্ডি দরপত্র জমা দেন। গত ১৯ মার্চ দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে সর্বনিম্ন দরদাতা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানিকে কাজটি দেয়ার সুপারিশ করে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়