Sunday, December 21

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের সুপারিশ


ঢাকা: বাজারে ভেজাল ও ফরমালিনমুক্ত পণ্য বাজারজাত করার বিষয়টি তদারকি করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি কমিটি অবিলম্বে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এ সুপারিশটি করা হয়। কমিটি সূত্র জানায়— ওএমএস কার্যক্রমে ডিলার নিয়োগসহ ডিলারদের কার্যক্রম তদারকির জন্য স্থানীয় সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা এবং তার মনোনীত দুইজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠনের সুপারিশ করা হয়। বৈঠকে জানানো বলা হয় ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ বাস্তবায়নের জন্য খাদ্য মন্ত্রণালয় এরই মধ্যে বিধিমালা-২০১৪ প্রণয়ন করেছে। সে আলোকেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের জন্য অবিলম্বে একজন চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিলারশিপের জন্য কতজনকে অনুমোদন দেয়া হয়েছে, কতদিন ধরে তারা কার্যক্রম পরিচালনা করছে, কবে নিয়োগ প্রদান করা হয়েছে তার সার্বিক প্রতিবেদন চেয়েছে কমিটি।কমিটি এক লাখ ৫ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। কমিটিকে মন্ত্রণালয় জানায়, সরকার চলতি অর্থবছরে তিন লাখ টন সিদ্ধ আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে দুই লাখ ৮৫ হাজার ১৫৫ টন চালের জন্য মিল মালিকের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে। এর মধ্যে সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রণোদনাসহ ও ন্যায্য মুল্য প্রদান এবং ওএমএস ডিলারশিপে নতুনভাবে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, হাসিবুর রহমান স্বপন, খন্দকার আবদুল বাতেন, শেখ মো. নূরুল হক, শেখ ফজলে নূর তাপস, হাজী মো. সেলিম এবং শিরিন নাঈম বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়