Thursday, December 18

যুক্তরাষ্ট্র-কিউবা সমঝোতায় বিশ্বব্যাপী অভিনন্দন


কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আর কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করার ঘোষণায় সারা বিশ্ব থেকে ঐ দুই দেশের নেতাদের অভিনন্দন জানানো হচ্ছে। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এই কাজ করতে যে সাহস দেখানো হয়েছে তার জন্য লাতিন আমেরিকা এবং ইওরোপের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউলের প্রশংসা করছেন। চিরপ্রতিদ্বন্দী দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে ভূমিকা পালন করেছেন পোপ ফ্রান্সিস। তিনিও দুই নেতাকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো বুধবার ঘোষণা করেন দু'দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে শিগগিরই আলাপ আলোচনা শুরু হবে। ওবামার কিউবা নীতি মার্কিন পররাষ্ট্রনীতির গত ৫০ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট কাস্ত্রো বৃহস্পতিবার পরস্পরের সাথে কথা বলেন এবং সম্পর্ক জোরদারে বেশকিছু পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হন। এর মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং ভ্রমণ সংক্রান্ত কড়াকড়ি শিথিল করাসহ বেশকিছু বিষয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়