Friday, November 28

ফখরুলকে স্ট্যান্টবাজি ছাড়ার আহ্বান সুরঞ্জিতের


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনীতির নামে অপরাজনীতি ও স্ট্যানবাজি ছেড়ে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চলমান রাজনীতি নিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী ওই সভার আয়োজন করে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, ‘নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগের চেয়ে বিএনপি যদি বেশি ভোট না পায় তবে আমি রাজনীতি ছেড়ে দেব।’ ফখরুলের এমন বক্তব্যে সুরঞ্জিত বলেন, ‘আপনি রাজনীতি করলেন কবে? দেশে মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলন হয়েছে আপনি কোথায় শরিক ছিলেন? আপনি করেছেন যুদ্ধাপরাধী জামায়াতের লেজুরবৃত্তির রাজনীতি। রাজনীতির নামে অপরাজনীতি করবেন না।’ গত নির্বাচনে বিএনপির না আসার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘জামানত তো দূরের কথা আপনাদের তো আমানতই নেই। খালেদা জিয়া নিজেই স্বীকার করেছেন যে, নির্বাচনে না গিয়ে তিনি ভুল করেছেন।’ মির্জা ফখরুলকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বেগম সাহেব কি বলে, লন্ডন আর ঢাকা কি বলে এই স্ট্যানবাজির রাজনীতি ছাড়েন। রাজনীতিতে লেজুরবৃত্তি না করে আমাদের গুণগত পরিবর্তন আনতে হবে।’ সমস্যাকে স্বীকার করেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে ফেসবুক, মোবাইল বন্ধ করা কোনো সমাধান নয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়