টুঙ্গিপাড়া: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সূরা পাঠ ও মোনাজাত করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল লতিফ সিদ্দিকি, বেগম মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম প্রমুখ।
এরপর বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রীসভার সদস্য ও সংসদ সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একে একে অাওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়