স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় একটি মুসলিম রাষ্ট্রের প্রধান হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরবতা রহজস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত ‘ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধের দাবি’ শীষর্ক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রফিকুল বলেন, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। তাই গাজায় ইসরালীদের বর্বরোচিত হত্যায় আপনি চুপ করে থাকবেন না। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করুন। তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে একটি মসলিম রাষ্ট্রের উপর বর্বরোচিত হামালায় পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়েও ইসরাইলি বিষয়ে সরকারের নিরবতা মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাড. আবদুল মবিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, পিপলস লীগ সভাপতি অ্যাডভোকেট গরীব নেওয়াজ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়