Thursday, August 28

আজ শপথ নিচ্ছেন এরদোয়ান


আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী রেসেপ তাইয়িপ এরদোয়ান আজ বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মাধ্যমে তাঁর এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পথ আরও দীর্ঘ হবে। আজ রাজধানী আঙ্কারায় বাংলাদেশ সময় বিকেলের দিকে এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এরদোয়ানের শপথ গ্রহণের মাধ্যমে দেশটিতে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরদোয়ান একটি নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেবেন এবং দেশের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঙ্গে আরও সংস্কার সাধন হবে। দেশটি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু এর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানে পূর্ব ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত থাকবেন। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এক দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর ১০ আগস্ট পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়