Sunday, August 17

তামান্না ডাক্তার হতে চায়


নিজস্ব প্রতিবেদক: এবারের এইচ এস সি পরীক্ষায় সিলেট শিক্ষাবোডের অধীনে তামান্না ফেরদৌস চৌধুরী জিপিএ ৫ পেয়েছে।সিলেট স্কলাসহোমের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ৫ পাওয়া তামান্না ভবিষ্যতে ডাক্তার হতে চায়।অসহায়, দুস্থদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় তামান্না। ডাক্তার হয়ে মানবসেবা করাই তার লক্ষ্য বলে জানায় তামান্না চৌধুরী।মানবসেবার পাশাপাশি সমাজ উন্নয়নেও কাজ করতে আগ্রহী তামান্না।সমাজের হতদরিদ্র মানুষের সেবা ছাড়াও ছিন্নমূলে পড়ালেখায় বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চায় সে। তামান্না ফেরদৌস চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দাবাধরনীর মাটি গ্রামে।সে আলী আহমদ চৌধুরী ও রওশন আহমদ চৌধুরীর বড় মেয়ে।তামান্না তার এ সাফল্যের পেছনে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও বাবা, মায়ের অণুপ্রেরনার কথা জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়