Saturday, August 16

উপরে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করিনা: প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপরে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করিনা। আমি বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মৃত্যুকে আমি ভয় পাইনা। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৫ আগস্টের শোকসভা’র আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার মা-বাবা জীবন দিয়েছেন, লাখো মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার জীবনের কি মূল্য আছে। আমি আমৃত্যু দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সকল যুদ্ধাপরাদীদের বিচার বন্ধ করে দিয়েছেন। আমরা আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেঈমান হলেন খন্দকার মোশতাক। বিশ্বাসঘাতকতা করে মীর জাফর যেমন তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি ঠিক তেমনি মোশতাকও তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেন নি। ইতিহাস কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করেনা। তিনি আরও বলেন, পচাত্তরের পর দীর্ঘ দিন জিয়াউর রহমান আমাকে দেশে আসতে দেয়নি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি ফিরে আসি ৮১ সালে। আমি জামাল, কামাল রাসেলকে পাইনি। কিন্তু পেয়েছি এদেশের লাখ লাখ মানুষকে। বঙ্গবন্ধুকে হত্যা কোন ব্যাক্তি বিশেষের হত্যাকান্ড ছিলনা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানীরা বার বার তাকে হত্যার চেষ্টা করেছিল। ইয়াহিয়া খান তাকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দিয়েছিল। পারেনি। কিন্তু কি দুর্ভাগ্য যে জাতির জন্য তিনি এত কিছু করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, অথচ সেই জাতির কিছু খুনীদের হাতেই তাকে প্রাণ দিতে হলো। তিনি বলেন, বঙ্গবন্ধু এতই জনপ্রিয় ছিল যে তাকে হত্যা ছাড়া কোন উপায় ছিল না। তিনি বলেন কেন এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে? কারণ একটাই যারা স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের বিজয় মেনে নিতে পারেনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন