Friday, August 29

হামলা-মামলা করেও সরকারের শেষ রক্ষা হবে না: মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সরকার। হামলা-মামলা করেও সরকারের শেষ রক্ষা হবে না। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা আলমগীর এ কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, সে কারণেই সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার করছে। নির্যাতন, হত্যা, গুম, অপহরণ করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ২৪ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণের ঘটনা সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বৃহস্পতিবার সুনামগঞ্জের এসব নেতাকর্মী মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। তিনি বলেন, নেতাকর্মীরা যাতে অবৈধ সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে সেজন্যই তাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। দেশের সচেতন জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেতাকর্মীদের কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তাদের মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়