Monday, March 31

কানাইঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০টায় কানাইঘাটের বিভিন্ন স্কুল ও কলেজে সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ এবং পরবর্তী কানাইঘাট মহিলা কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী শিার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরোধ  কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, বীরদল এনএম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ কানাইঘাট প্রেসকাবের সাধারন সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট ডিগ্রী কলেজ গর্ভনিং বডির সদস্য সাংবাদিক আব্দুর নুর, কানাইঘাট পাবলিক স্কুলের প্রধান শিক মোঃ ইয়াহিয়া, মাষ্টার হোসাইন আহমদ। বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, মাওলানা ময়নুল ইসলাম, কানাইঘাট মহিলা কলেজের শিক্ষার্থী সততা সংঘের সদস্য রেহানা আক্তার পলি, সাবানা শাম্মি,  এনএমএকাডেমীর ছাত্র রাইহান আহমদ, পাবলিক স্কুলের ছাত্র শাহাব উদ্দিন দেশাতœকবোধক গান পরিবেশন করেন মহিলা কলেজের ছাত্রী সুমা রানী দাস। অনুষ্টান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ২৫জন শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে
দেওয়া হয়। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলে একই দিনে বিকেল ৪টার সময় কানাইঘাট পৌর শহরের ত্রিমুখী পয়েন্টে দুর্নীতি বিরোধী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কানাইঘাটের বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়