Saturday, November 2

আওয়ামী লীগকে ডিএমপির ১৩ শর্ত

ঢাকা : ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ১৩ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর) আনোয়ার হোসেন এ কথা জানান। রোববার দুপুর ২টায়  আওয়ামী লীগের জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা।

আনোয়ার হোসেন বলেন, "গত ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটকে যে রকম শর্তে সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল, প্রায় একই রকম শর্তে আওয়ামী লীগকে সোহরাওয়ার্দীর ভেতরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।"

তিনি বলেন, "সমাবেশস্থলের বাইরে জমায়েত হয়ে স্লোগান না দেয়া, লাঠিসোটা বহনসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড না চালানো এবং সভায় উসকানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটানোসহ আওয়ামী লীগকে মোট ১৩টি শর্ত দেয়া হয়েছে।"-----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়