Wednesday, November 6

নির্ধারিত হয়নি সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যেকার শান্তি সম্মেলনের সময়

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যেকার শান্তি সম্মেলনের তারিখ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তাই পরিকল্পনা অনুযায়ী এ বছরের মধ্যেই উভয়পক্ষের মধ্যে শান্তি চুক্তি করা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরব লিগ ও জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন ও রুশ উভয় পক্ষের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেও সম্মেলনের তারিক নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তিনি চলতি মাসের শেষের দিকে আবারো রুশ ও মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে একটি প্রস্তাব পাশের পর মহাসচিব বান কি মুন নভেম্বরের মাঝামাঝি সময়ে এ সম্মলনের তারিখ ঘোষণা করেছিলেন।

সিরিয়া বিষয়ক আরবলিগ ও জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেন, ভেবেছিলাম, আজ সম্মেলনে তারিখ ঘোষণা করবো। কিন্তু দুর্ভাগ্যবশত তা হলো না। তবে এ বছরের শেষ নাগাদ একটি সম্মেলনে তারিখ নির্ধারণের ব্যাপারে সংগ্রাম চালাবো। জাতিসংঘ মহাসচিবও এ সম্মেলনের ব্যাপারে জোর দিয়েছেন, কেননা সিরিয়া পরিস্থিতি সত্যিই খুব নাজুক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়