অজস্র গোপন নথিপত্র ফাসের দায়ে মার্কিন সেনা সদস্য ব্রাডলি ম্যানিংকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব ঘটনায় সে অন্তত ১৩৬ বছর কারাভোগ করতে যাচ্ছে। বুধবার ম্যানিং এর বিরুদ্ধে চুড়ান্ত রায় ঘোষণা করা হবে।
বিশ্বখ্যাত তথ্য ফাঁস ওয়েবসাইট উইকিলিকসকে হাজারো গোপন কূটনৈতিক তারবার্তা সরবরাহ করেছিলেন মার্কিন সেনা কর্মকর্তা ব্র্যাডলি ম্যানিং। মঙ্গলবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অভিযুক্ত ম্যানিং। ম্যানিং এর বিরুদ্ধে আনা ২০ টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এগুলোর মধ্যে ১৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে।
ম্যানিং উইকিলিক্সকে জেনে শুনে তথ্য সরবরাহ করেছেন বলে স্বীকার করেন। তবে তার দাবি, মার্কিন বৈদেশিক নীতি নিয়ে বিতর্ক সৃষ্টি করতে তিনি এ ধরণের কাজ করেননি।
গুপ্তচরবৃত্তি ছাড়াও ম্যানিং পাঁচটি চুরির ঘটনা, দুইটি কম্পিউটার জালিয়াতি ও অনেকগুলো সামরিক বিধি ভঙ্গের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।
অন্যদিকে, সবচাইতে গুরুতর অভিযোগ থেকে রেহাই পেয়েছেন ব্রাডলি ম্যানিং। শত্রু রাষ্ট্রকে তথ্য সরবরাহের দায় থেকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা আদালত। বিচারক কর্ণেল ডেনিস লিন্ড এই অভিযোগে ম্যানিংকে নির্দোষ বলে ঘোষণা করেন।
বিচারের শুনানি চলাকালীন সময় কোন প্রতিক্রিয়া দেখা যায়নি ২৫ বছর বয়স্ক ব্রাডলি ম্যানিংকে। সেসময় তিনি সামরিক পোশাক পরিহিত অবস্থায় ছিলেন।
বুধবার থেকে ব্রাডলি ম্যানিং’র দণ্ড বিষয়ক থেকে শুনানি শুরু নির্ধারণ করেছে আদালত। রাষ্ট্রপক্ষ ও বিবাদী পক্ষ সাক্ষী হাজিরের অনুমতি পেলে এই বিচারিক কার্যক্রম সময় সাপেক্ষ হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
সূত্রঃ বিবিসি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়