Friday, July 5

এক সঙ্গে ঘোষণা ফল করা দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত: রিজভী

ঢাকা: গাজীপুর সিটি নির্বাচনে ভোটের পরদিন ফল ঘোষণার সিদ্ধান্তে কারচুপির আশঙ্কা প্রকাশ করে ভোট গ্রহণের পরপরই গণনা এবং ফলাফল ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কিন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের দেশের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে নির্বাচনে ভোটগ্রহণ  শেষে ফলাফল ঘোষণা করা। কিন্তু আমরা জানতে পেরেছি শনিবার ভোটগ্রহণ শেষে তার ফলাফল  রোববার সকাল ১১টায় ঘোষণা করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আশঙ্কা করছি রোববার ফলাফল ঘোষণা করা হলে তাতে কারচুপি হতে পারে। এটি একটি দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের প্রার্থীও জোর আপত্তি তুলেছেন। আমরাও দলের  পক্ষ থেকে শুক্রবার ইসির কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি।’

গাজীপুর সিটি নির্বাচন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির পক্ষ থেকে ফের গাজীপুরের সেনা মোতায়েনের আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি। তারা যেন নির্বাচনী আচরণবিধির  লঙ্ঘনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়। বহিরাগতদের বৃহস্পতিবার থেকে গাজীপুরে প্রবেশ নিষেধ  থাকলেও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন মায়া বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর ঝুমুর সিনেমা হলের সামনে গণসংযোগ করেন। এছাড়াও গতকাল ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সভাপতিত্বে জয়দেবপুর জামে মসজিদে  গাজীপুরের আশেপাশের মসজিদের ইমাম ওশিক্ষকদের নিয়ে বৈঠক করেন। যা নির্বাচনী আচরণ  বিধির সুস্পষ্টলঙ্ঘন। এ বিষয়ে কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।’

এর আগে সকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী ও সরকারি দলের  বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম,  ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া,  যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আযাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন  সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়