Sunday, December 2

:: দুই জামায়াত নেতা গ্রেফতার সোমবার কানাইঘাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি ::

নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল সোমবার কানাইঘাট বাজারে একই সময়ে একই স্থানে কানাইঘাট পৌর আ’লীগ ও জামায়াতে ইসলামের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা সদরে এ দু’টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন পুরো কানাইঘাট পৌর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেছেন। সকাল ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কানাইঘাট বাজার ও পৌর এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ আদেশ জারি করেছেন। বিভিন্ন স্থানে পুলিশ জামায়াত শিবিরের নেতাকর্মীদের আটক করতে অভিযান চালাচ্ছে। এদিকে পাল্টাপাল্টি সভা সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকান্ড এড়াতে আজ রোববার বাদ মাগরিব কানাইঘাট থানা পুলিশ পৌর শহর থেকে জামায়াত নেতা আব্দুল মতিন ও জামায়াত কর্মী মাওঃ ইয়াহহিয়া কে গ্রেফতার করেছে। জানা যায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি এবং নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালসহ সরকারের দমন নিপীড়ন বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা জামায়াত সোমবার বিকেল ৩টায় কানাইঘাট দক্ষিণ বাজারে প্রতিবাদ সমাবেশের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের কাছে গত বৃহস্পতিবার জামায়াত নেতৃবৃন্দ লিখিত আবেদন করেন। কিন্তু নির্বাহী কর্মকর্তা জামায়াতকে সভা সমাবেশের অনুমতি দেননি। অপরদিকে বিজয়ের এ মাসে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে এবং দেশজুড়ে জামায়াত শিবিরের নৈরাজ্য পুলিশ প্রশাসনের উপর হামলার প্রতিবাদে কানাইঘাট পৌর আ’লীগ সোমবার একই সময়ে সমাবেশের ডাক দিয়ে উপজেলা সদরে দু’দিন ধরে ব্যাপক মাইকিং করতে দেখা গেছে। সমাবেশে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে তাদের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী পালনের জন্য প্রশাসনের অনুমতি চাইলে তারা অনুমতি পাননি। আমরা জরুরী মিটিংয়ে বসেছি জেলা নেতৃবৃন্দের নির্দেশ পেলে যে কোন মূল্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচী কানাইঘাটে পালন করব। অপরদিকে পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন জানিয়েছেন, দেশব্যাপী আ’লীগের উদ্যোগে জামায়াত শিবিরের ধ্বংসাত্বক কর্মসূচী প্রতিহত এবং যুদ্ধাপরাধীদের রায় কার্য করার দাবীতে মিছিল সমাবেশের অংশ হিসেবে কানাইঘাট বাজারের অনুরূপ কর্মসূচী আগামীকাল পালিত হবে। যে কোন মূল্যে জামায়াত শিবিরের অপতৎপরতা কানাইঘাটে প্রতিহত করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দু’টি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন, মিছিল সমাবেশকে কেন্দ্র করে কানাইঘাট বাজারে যাতে করে কোন প্রকার ধ্বংসাত্মক কার্যকলাপ কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়