নিজস্ব প্রতিবেদকঃ
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কানাইঘাট ইন্টারন্যাশনাল স্কুলে ৪১ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল করিম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এম.এ.হান্নান, সেক্রেটারী এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আব্দুন নুর, সুজন চন্দ অনুপ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, শামীম আজাদ, রুহুল আমিন, লাকি, শারিমন, শিকদের মধ্যে রহিমা বেগম, মাসুমা বেগম, আমিরুন নাহার নাজু, জেসমিন আক্তার, আয়শা বেগম, সুহেল আহমদ, রুহুল আমিন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়