প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যের প্রতি এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী দলের সংসদ সদস্যদের বলেন, আপনারা সময় মতো এলাকায় গিয়ে জনগণের সাথে যোগাযোগ বাড়ান। উন্নয়নমূলক কর্মকাণ্ড যা হয়েছে তা তুলে ধরেন আর যতটুকু হয়নি তা দ্রুতসম্পন্ন করার নির্দেশ দেন।
তিনি বলেন, তৃণমূল নেতারা যাকে মনোনয়ন দেবে আগামী নির্বাচনে দলের পক্ষে তাকে মনোনয়ন দেয়া হবে। জাতীয় সম্মেলনরে আগেই ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ করা হবে।
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, প্রত্যেকের আমলনামা আমার হাতে আছে। কে কি করছেন তার গোয়েন্দা প্রতিবেদনও রয়েছে। প্রত্যেকে তাদের কর্ম অনুযায়ী ফল পাবেন। কে ভালো করেছে, কে খারাপ করছে তা আমরা হাতে রয়েছে। কর্ম অনুযায়ী সবাই এর ফল পাবেন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে বিজয় মেলার আয়োজন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এই মেলায় সরকরের উন্নয়ন কার্মকাণ্ড, বিরোধী দলের ধ্বংসাত্বক আন্দোলন সংগ্রাম ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তুলে ধরবেন।
শেখ হাসিনা বলেন, আরাফাত রহমানের পাচার করা টাকা ফিরিয়ে আনা হয়েছে। এটা সরকারের জন্য একটা বড় সাফল্য। এই টাকা ফিরিয়ে আনার কারণেই বিরোধী দলের নেতা খালেদা জিয়া ও জামায়াত-শিবির নেতারা হুমকি ধামকি দিচ্ছে। দেশে তারা যে অরাজকতা শুরু করেছে তা মোটেই সুখকর নয়। জামায়াত শিবিরের এই সমস্ত হুমকী ধামকির বিষয়টি নিয়ে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচির কঠোর সমালোচনা করে সর্বশেষ বুধবার ১৮ দলীয় জোটের মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া হুমকীর তীব্র নিন্দা জানান সংসদ সদস্যরা।
বৈঠকে বলা হয়, জামায়াত-শিবির যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে এ বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। প্রয়োজনে কঠোর হস্তে দমন করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সময় খুব সংক্ষিপ্ত। এই সময়ের মধ্যে নতুন প্রকল্প যদি গ্রহণ না করা যায়, তাহলে যে সমস্ত প্রকল্প অর্ধেক সমাপ্ত হয়েছে সেগুলো সমাপ্ত করার জন্য পরমর্শও প্রদান করেন তিনি।
তিনি আরো বলেন, প্রত্যেক এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে। সব জায়গায় আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারিনি। অবশিষ্ট যে সময় আছে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব লাইন সম্প্রসারণ করে জনগণের চাহিদা পূরণ করার জন্য তিনি পরমর্শ দেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়