জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও কানাইঘাট দারুল ঊলুম মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়েখে লক্ষীপুরী বলেছেন, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুশাহিদ বায়মপুরী (রঃ) ছিলেন একজন সমাজ সংস্কারক নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তিনি ইসলামের প্রচার প্রসার ও দ্বিনের জন্য কাজ করে গেছেন। তাঁরই প্রতিষ্ঠিত দারুল উলূম মাদ্রাসা ইসলামের সুমহান আদর্শ প্রচার করে যাচ্ছে। তিনি আরো বলেন, শতকরা ৯৫% মুলমানদের দেশে আজ সন্ত্রাসী, খুন-খারাবী, চুরি, ডাকাতি, লুটতরাজ, নারী ধর্ষণ, নারী নির্যাতন ও শিশু অপহরণ চলছে। এ থেকে পরিত্রান পেতে ক্বোরআন সুন্না মোতাবেক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আল্লামা লক্ষীপূরী আজ বুধবার কানাইঘাট দারুল উলুম, দারুল হাদীস মাদ্রাসার বার্ষিক এনাম ও হিসাবের বিশাল ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার সহকারী শিক মাওঃ ক্বারী হারুনুর রশিদের উপস্থাপনায় মহাগ্রন্থ আল-ক্বোরআন থেকে বয়ান পেশ করেন মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ মুফতি নুরুল হক, মাওঃ মুফতি ইউসুফ সাহেব, মাওঃ হাফিজ হারুনুর রশিদ, মাওঃ নুরুল ইসলাম এলএলবি, মাওঃ মখলিছুর রহমান। বার্ষিক হিসাব পেশ করেন মাদ্রাসার মুহদ্দিস আল্লামা সামছুদ্দিন সাহেব দুর্লভপুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেইন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ এম.এ.হাই, বিশিষ্ট সাংবাদিক এম.এ.হান্নান প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়