সম্প্রতি বিজ্ঞানীরা পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় একটি গ্রহের সন্ধান পেয়েছেন। যেটিকে তারা নামকরণ করেছেন �হীরক গ্রহ�। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের একদল বিজ্ঞানীর যৌথ গবেষণায় নতুন এ গ্রহটির অস্তিত্ব ধরা পড়েছে। বিজ্ঞানীর এই দলটির নাম �৫৫ ক্যাংক্রি-ই�। তারা গবেষণায় দেখতে পান প্রায় সূর্যেরই মতো দেখতে একটি তারা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আরও অবাক করার বিষয় হচ্ছে গ্রহটি অত্যন্ত দ্রুতগতিতে ঘুরছে। দলের প্রধান বিজ্ঞানী নিকু মধুসূদন বলেন, গ্রহটি আকারে পৃথিবীর দ্বিগুণ। এটি অবিশ্বাস্য রকমের গরম একটি গ্রহ। বিশেষ করে এর পৃষ্ঠটি ৩ হাজার ৯০০ ডিগ্রি ফারেনহাইট উত্তপ্ত। তিনি আরও বলেন, গ্রহটির পৃষ্ঠ গ্রাফাইট এবং হীরক দিয়ে ঢাকা। যেখানে অন্য গ্রহের বেলায় সাধারণত পানি এবং গ্রানাইট দেখা যায়। তাই ব্যতিক্রমী এই বৈশিষ্ট্যের কারণে আমরা এর নাম দিয়েছি হীরক গ্রহ। তবে গ্রহটি নিয়ে গবেষণা অব্যাহত রাখলে আরও নতুন তথ্য পাওয়া যেতে পারে বলে জানান তিনি। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়