Friday, September 28

আজ প্রধানমন্ত্রীর ৬৬তম জন্মদিন

আজ  ২৮ সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন। বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনগুলো এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে সেপ্টেম্বর মাসজুড়ে চলছে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু রচিত বই নিয়ে গ্রন্থ উৎসব।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে প্রধানমন্ত্রী নয় দিনের সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।
শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী গ্রামীণ জনপদ টুঙ্গিপাড়া গ্রামে ১৯৪৭ সালের এইদিনে জন্মগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে গুটিকয় বিপদগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন। ওই সময় ছোট বোন শেখ রেহানাসহ জার্মানিতে অবস্থান করায় দু�বোন প্রাণে বেঁচে যান।
শেখ হাসিনার অনুপস্থিতিতে ১৯৮১ সালে তাঁকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
তিনি ১৯৮১ সালের ১৭ মে ৬ বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন।
১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা ৩টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নব্বইয়ের ঐতিহাসিক গণ আন্দোলনে নেতৃত্ব দেন এবং সংবিধানের ৫১ ও ৫৬ ধারা অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়ার ঘোষণা দেন।
পরবর্তীতে ১৯৯১ সালের নির্বাচনেও শেখ হাসিনা পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। এসময় তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনপ্রবর্তনের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সংগঠিত করেন।
১৯৯৬ সালের ১২ জুন এর সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয়। ১৯৯৬ সালে ২৩ জুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তৎকালীন শেখ হাসিনার সরকার বিভিন্ন আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেন। সে সময়কার তাঁর সরকারের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে � ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি, পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, দেশে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য উৎপাদন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা প্রভৃতি।
শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি সরকারের ৫ বছর মেয়াদপূর্তির পর ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি তৃতীয় বারের মত বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। সাধারণ নির্বাচনের পর তাঁর দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপর হামলা হলে তিনি দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ান। সন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির স্বপক্ষে জনমত গড়ে তোলেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ৬ জানুয়ারি ২০০৯-এ প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মত শপথ নেন তিনি। বর্তমানে তিনি �ডিজিটাল বাংলাদেশ� স্লোগানের মাধ্যমে ভিশন �২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তাঁর স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ-এ উন্নীত করা।fair news

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়