হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এপলক্ষে এবার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এর সঙ্গো শুক্র-শনিবার মিলে চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সেই ছুটি শুরু হলো আজ বৃহস্পতিবার।
জানা গেছে, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর আগে সর্বশেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। সরকার এবার এদিন ছুটি ঘোষণা করেছে।
এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ১৩ অক্টোবর (রবিবার) বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছুটি ঘোষণায় দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চার দিন ছুটি থাকবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়