Saturday, June 22

‘সরকার হস্তক্ষেপ করলে বহু আগেই জেলে থাকতেন খালেদা’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজায় সরকারের হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার হস্তক্ষেপ করলে খালেদা জিয়ার মামলা শেষ হতে ১০ বছর লাগতো না, বহু আগেই তিনি জেলে থাকতেন। আর তারেক রহমানের অপরাধের বিষয়ে এফবিআই পর্যন্ত স্বাক্ষ্য দিয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকার নয়াপল্টনে আইনজীবীদের একটি দলের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, বিক্ষোভ মিছিল তারা করতেই পারেন, যদি জনগণ বা রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি না হয়।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অবৈধভাবে জন্ম নেয়া দলটি ২০১৩-১৪-১৫ সালে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়েছে। তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন আর ২১শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের সম্পৃক্ততা হাইকোর্টে প্রমাণিত হয়েছে। তাদের মুখে গণতন্ত্র শুনে জনগণ মুচকি হাসে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়