Thursday, May 23

৩০০ বলে ৫০০ রান!

স্পোর্টস ডেস্ক::

ওডিআই ক্রিকেটে ৫০ ওভার মানে ৩০০ বলে ৪০০ বা তার কিছু বেশি রান হতে পারে বা হয়। যদিও এমন স্কোর খুব কমই দেখা যায়। তবে ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করেন এবারের বিশ্বকাপে হয়ে যেতে পারে ৫০ ওভারে ৫০০ রান!

ইংলিশ পেসার মার্ক উড কয়েক দিন আগে জানিয়েছিলেন, ৫০০ রান করার জন্য মুখিয়ে রয়েছে তাঁর দল। আর তিনি এটাও মনে করেন, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৫০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলার ক্ষমতা রাখেন। স্টিভ ওয়াহ অবশ্য কোনও দলের হয়ে কথা বলেননি।
তিনি আধুনিক ক্রিকেটে ভুরি ভুরি রান ওঠার ব্যাপার নিয়ে বলছিলেন, ‘এখন তো ক্রিকেট অনেক বদলে গিয়েছে। প্রচুর রান হচ্ছে। একদিনের ক্রিকেটে ৫০০ রান হওয়াটা এখন আর অবিশ্বাস্য কিছু নয়।’
ফক্স ক্রিকেটের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্টিভ ওয়াহ। সেখানেই তিনি বলেন, ‘কোনও দুর্বল দলের বিরুদ্ধে ব্যাটিংয়ে ছন্দে থাকা কোনও শক্তিশালী দল ৫০০ করে ফেলতেই পারে। আজ আমাদের একদিনের ক্রিকেটে ৫০০ রান অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। একটা সময় আমাদের একদিনের ক্রিকেট চারশো রান অবিশ্বাস্য মনে হতো। এখন তো আর হয় না।’
ইংল্যান্ডের উইকেটে হাই-স্কোরিং ম্যাচ হবে বলে মনে করছেন ওয়াহে। তাঁর মতে, ‘ইংল্যান্ডের উইকেটে ঘাস কম থাকবে। এমন উইকেটে রান হয় প্রচুর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়