নিউজ ডেস্ক::
বিশ্বকাপ ক্রিকেটের বার তম আসর পর্দা উঠবে আর মাত্র একদিন পর। কেমন হওয়া দরকার ক্রিকেটারদের আচরণ তা নিয়ে আগেই সতর্ক করে দিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
সোমবার ওভালে তিনি এ কথা জানান। এবার
ক্রিকেট মাঠে খেলোয়াড়দের অসদাচরণকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না বলে
হুঁশিয়ার করে দেন আইসিসি প্রধান।
রিচার্ডসন বলেন, ‘ক্রিকেট মাঠে কোনো ধরনের ব্যক্তিগত কিংবা বিদ্বেষপরায়ণ মন্তব্য সহ্য করা হবে না। সকল টিম মিটিংয়ে আমরা ভালো অচরণের প্রতি জোর দিয়েছি। বিগত এক বছরে বিষয়টিতে বেশ উন্নতি হয়েছে এবং সকল টিমই খেলার মাঠে ভালো আচনরণ করছে।’
রিচার্ডসন আশা করেন আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে একই ধারাবাহিকতা বজায় থাকবে।
রিচার্ডসন বলেন, ‘ক্রিকেট মাঠে কোনো ধরনের ব্যক্তিগত কিংবা বিদ্বেষপরায়ণ মন্তব্য সহ্য করা হবে না। সকল টিম মিটিংয়ে আমরা ভালো অচরণের প্রতি জোর দিয়েছি। বিগত এক বছরে বিষয়টিতে বেশ উন্নতি হয়েছে এবং সকল টিমই খেলার মাঠে ভালো আচনরণ করছে।’
রিচার্ডসন আশা করেন আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে একই ধারাবাহিকতা বজায় থাকবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়