Sunday, April 14

কানাইঘাটে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

পয়লা বৈশাখে প্রাণের স্পন্দনে প্রথম সূর্যকিরণের সঙ্গে জেগে উঠেছে নতুন বাংলা বছর ১৪২৬। নতুন বছরকে স্বাগত জানিয়ে কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

রোববার সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসি কান্ত হাজং, কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনওয়ার জাহিদ সহ উপজেলা প্রশাসন থানা পুলিশ ও এনজিও সংস্থার বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৪ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়