Friday, September 7

ব্রাজিলের ‘স্থায়ী’ অধিনায়ক নেইমার

কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রাজিল কোচ তিতের বিশেষত্ব হল তিনি কখনো একই খেলোয়াড়কে টানা অধিনায়কত্ব দেননি। প্রায় প্রতি ম্যাচেই নতুন অধিনায়কের অধীনে খেলেছে ব্রাজিল। তবে এখন আর অধিনায়কত্ব নিয়ে হাতবদল খেলা খেলবেন না ব্রাজিল কোচ। শুক্রবার নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এখন থেকে ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হিসেবে আর্মব্যান্ড পরিধান করবেন নেইমার। ব্রাজিল কোচ তিতে বলেন, আমি আমার অধিনায়ক পেয়ে গেছি। নেইমারই এখন থেকে আমার দলের নেতৃত্বে থাকবে। নেইমার এবারই প্রথম স্থায়ীভাবে পেলেন অধিনায়কের দায়িত্ব। কোচের আস্থার প্রতীক হতে পেরে নেইমার বলেন, আমি আবারো অধিনায়কত্ব গ্রহণ করেছি কারণ আমি অনেক কিছু শিখেছি। আমি সামনেও অনেক কিছু শিখবো। আমি মনে করে এই দায়িত্বটা আমার জন্যও বিশেষ কিছু বয়ে আনবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়