Monday, May 14

মাওলানা নুরুল ইসলাম এলএলবি'র জানাজায় মুসল্লির ঢল

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের প্রবীণ আলেম, লেখক ও গবেষক মাওলানা নুরুল ইসলাম এল.এল.বি গত রবিবার দিবাগত রাত ১১টায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ....... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নিজের প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া আহমাদাবাদ মাদরাসার মুহতামির দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও তিনি সিলেট বিভিন্ন কওমী মাদরাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। মাওলানা নুরুল ইসলাম সিলেটবাসীর নিকট ‘এলএলবি হুজুর’ হিসেবে পরিচিত। আধ্যাত্মিক জগতে তিনি ছিলেন শায়খে বাঁশকান্দি র.’র খলিফা। রাজনৈতিক অঙ্গনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক প্রশিক্ষণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৬ সালে সিলেট-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচন খেজুর গাছ প্রতীক নিয়ে জমিয়তের সর্থনে প্রতিদ্বন্দ্বিাত করেন।
 
মাওলানা নুরুল ইসলামের নামাজে জানাজা সোমবার বাদ জোহর তার প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া আহমাদাবাদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের প্রিয় ওস্তাদ, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল মোমিন ইমামবাড়ী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সভাপতি জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক মাওলানা শায়খ জিয়া উদ্দিন, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, রানাপিং মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দিন সাদিক, কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরী, মাওলানা খায়রুল ইসলাম, জামেয়া আমিনীয়া মংলিপার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।

জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

কানাইঘাট নিউজ ডট.কম/১৪ মে ২০১৮/ প্রেবি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়