Saturday, January 20

কানাইঘাটের সড়কের বাজারে তাফসীর ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন,দেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে আউলিয়াদের অবদান সবচেয়ে বেশি। কারণ তাঁরা সঠিক আক্বিদা লালন করে গেছেন। তাদের দেখানো পথে চললে সমাজে শান্তি শৃংখলা ও পরিবর্তন আনা সম্ভব। তিনি আরো বলেন,যারা রাসুল সাঃ কে বড় ভাইয়ের মত মনে করে তারাই জঙ্গীবাদ ও নানা কুকর্মে লিপ্ত থাকে। তারা নিজেকে মুমিন ছাড়া অন্য কাউকে মুমিন বিশ্বাস করতে পারেনা। তারা মাযহাব অস্বীকার করে তাদের নব আবিস্কৃত এ ইসলাম পরিত্যাগ করতে হবে। আল্লাম হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী গতকাল শুক্রবার(১৯ জানুয়ারি) সকাল ১১টায় কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক তাফসীরুল কোরআন ও শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র) এর ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি আজমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্টিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসীরে কোরআন হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলীপুরী,হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালী,হযরত মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার,হাফিজ মাওলানা ফারুক আহমদ,মাওলানা জহিরুল আলম, সড়কের বাজার উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক মাওলানা আব্দুল আহাদ। তাফসীর মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি কয়েছ আহমদ খান,সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক ,মুসলিম উদ্দিন সুন্নাহ, উপজেলা তালামীযের সভাপতি মতিউর রহমান মতিন। নাতান শাহ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক হুছাইন আহমদ। উপজেলা তালামীয নেতা জুনেদ আহমদ, সায়াদ আহমদ,তানভীর আহমদ,রেদওয়ান আহমদ প্রমূখ।(প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়