Saturday, August 12

কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ১১৬ সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত


নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন ধরে অবিরাম টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সুরমা-লোভা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার হাওর ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কয়েকশ হেক্টর আমন ধান একেবারে বন্যার পানিতে তলিয়ে গেছে। কানাইঘাট সুরমা নদীর পানি শনিবার বিকেল ৪টার রিপোর্ট অনুযায়ী বিপদ সীমার ১১৬ সে. মি. এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর ডালাইচর, গৌরিপুর, বায়মপুর, লক্ষীপুর সহ উপজেলার সুরমার তীরবর্তী বিভিন্ন ডাইক ভেঙ্গে যে কোন সময় তলিয়ে যেতে পারে উপজেলার বেশির ভাগ এলাকা। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকার লোকজন তাদের বাড়ী ঘরে আতংকের মধ্যে রয়েছেন। নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসেন সহ বেশ কয়েকজন চেয়ারম্যান কানাইঘাট নিউজকে জানিয়েছেন তাদের ইউপির অনেক বসত বাড়ীতে পানি ডুকে পড়েছে, সুরমা ডাইকে ভাঙ্গন দেখা দিয়েছে। আমন ধানের হাওর ও অনেক ক্ষেতের মাঠ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার হাওর অঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে বন্যার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যা দেখা দিলে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণেরও ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়