Monday, May 29

ক্রিকেটে শেষের আগে শেষ বলে কিছু নেই: মাশরাফি

ক্রিকেটে শেষের আগে শেষ বলে কিছু নেই: মাশরাফি
কানাইঘাট নিউজ ডেস্ক: ক্রিকেটীয় অনিশ্চয়তাকে মাথায় রাখলেও প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারটি অনেককেই অবাক করেছে। নবম উইকেটে ঝড়ো গতিতে ৯৩ রান তুলে জয়ের ঘটনা নেই বললেই চলে।

যদিও প্রস্তুতি ম্যাচ। তারপরও এমন ঘটনা তো সত্যিই বিরল। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের পর হোটেলে ফিরে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের খবরও নিয়েছেন অনেকে।

৫ উইকেট হাতে নিয়েও শেষ ওভারে ৭ রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করিয়ে দিলেন, 'ক্রিকেট খেলাটায় আসলেই যে কোনো কিছুই হতে পারে'। ক্রিকেটে শেষের আগে শেষ বলে কিছু নেই।

প্রস্তুতি ম্যাচ মানেই শেখার সুযোগ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও বাংলাদেশকে দিয়েছে কঠিন এক শিক্ষা।

ম্যাচ শেষে সংবদ সম্মেলনে ইমরুল কায়েস বলেছিলেন, তারা ধরেই নিয়েছিলেন ম্যাচ প্রায় জিতে গেছেন। অধিনায়কও বললেন একই কথা। শোনালেন নিজের ও দলের অন্যদের উপলব্ধির কথাও।

'ম্যাচটা যে অবস্থায় ছিল, বেশিরভাগ সময়ই হয়ত আমরা বা যে কেনো দল এখান থেকে সহজেই জিতবে'। তবে মাঝে মঝে যে ব্যতিক্রমও হতে পারে, সেটি এই ম্যাচে বুঝতে পেরেছি আমরা। এরকম কিছু হয় বলেই ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমরা হয়ত সেটি সবসময় বলি, কিন্তু মাঠে মনেও রাখা উচিত সবসময়।

পাকিস্তান ম্যাচ থেকে সবচেয়ে বড় শিক্ষা এটিই। হারের মাঝে এই জিনিষটিই ভালোভাবে বুঝতে পেরেছেন টাইগাররা।

'হার তো কখনোই ভালো কিছু নয়, সেটি প্রস্তুতি ম্যাচ হলেও। আবার এটাও সত্যি, প্রস্তুতি ম্যাচে জয়-হারের চেয়ে নিজেদের চেনা, বোঝাই বেশি গুরুত্বপূর্ণ। সেদিক থেকে এভাবে হারাটা আমাদের জন্য বড় শিক্ষা। মূল টুর্নামেন্ট শুরুর আগেই এটা হওয়ায় আমাদের জন্য ভালো হলো।
সূত্র: বিডি লা্ইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়