Saturday, November 12

বিলাসবহুল বিমান, হেলিকপ্টার, বাড়ি কী নেই ট্রাম্পের!

বিলাসবহুল বিমান, হেলিকপ্টার, বাড়ি কী নেই ট্রাম্পের!

কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তি সদ্য নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় ধনীদের একজন তিনি। তবে অন্য ধোনীদের চেয়ে তার কথা একটু আলাদা।

কেননা অন্য সব ধনীরা বিলাসবহুলতার দিক থেকে হয়ত ট্রাম্পের ধারেকাছেও যেতে পারবেননা। ব্যক্তিগত জীবনে ব্যাপক বিলাসবহুল জীবন তার।

বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল বিমানের মালিক ট্রাম্প। তার সবচেয়ে পছন্দের এ বিমানটি সোনায় মোড়া। তাছাড়া তার বাড়ি ৫৮ তলা। বাড়ির অন্দর এবং বাইরের সাজসজ্জা তাক লাগিয়ে দেবে সবাইকে।

রেসলিংয়ের উপস্থাপক থাকলেও তার সবচেয়ে প্রিয় খেলার একটি হলো গল্ফ। আর সে কারণে তার নিজের একাধিক গল্ফ কোর্স রয়েছে।

Image result for trump airplane gold

এছাড়া ভ্রমণের জন্য ব্যক্তিগত জেট বিমান, হেলিকপ্টার সহ অসংখ্য বিলাসবহুল গাড়ি রয়েছে তার।

তবে এবার তার বিলাশবহুল জীবনের বেশ কিছু নিয়মই ছাড়তে হবে। কেননা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের সবচেয়ে সুরক্ষার দেয়ালে মোড়া থাকবে তার চারপাশ।

Image result for trump's helicopter

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবাইকে অবাক করে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত ব্যবসায়ী। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তা কিছুতেই মেনে নিতে পারছেন না অনেক মার্কিন। সে কারণে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় সকল অঙ্গরাজ্যে প্রতিবাদে ফেটে পড়ছে মার্কিনীরা।

Image result for trump tower

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়