Thursday, November 3

জকিগঞ্জে জেল হত্যা দিবস পালিত


কানাইঘাট নিউজ ডেস্ক: জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুন নূরের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল কমান্ডার, এম এ মালেক, মুজিব আহমদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার মেম্বার প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাবুল আহমদ। সভায় বক্তারা বলেন, মানবতার ইতিহাসে নজিরবিহীন ‘কলঙ্ক তিলক’ হয়ে থাকবে চিরকাল ৩ নভেম্বর। ইতিহাসের ঘৃণ্যতম বিচার বহির্ভূত হত্যার নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে এই জঘন্যতম হত্যাকান্ডের ঘটনা। যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তারা সেই হত্যাকান্ড করেছে। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়