Wednesday, September 23

আ.লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন


ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন নিউইয়র্কে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম থাকছেন লন্ডনে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকছেন সরকারের একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষনেতা। দেশে আছেন এমন প্রভাবশালী মন্ত্রী ও নেতাদের বেশির ভাগই ঈদের আনন্দ নেতাকর্মীদের সাথে ভাগাভাগি করতে এলাকায় যাচ্ছেন। তবে যারা এলাকায় ঈদ করতে পারছেন না তারা আগে বা পরে সময় করে দেখা করে আসবেন নিজ এলাকার মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী, এএইচএম মাহমুদ আলী, প্রবাসীকল্যাণমন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী থাকছেন। ফলে তাদের ঈদও কাটবে নিউ ইয়র্কে। সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও লন্ডনে গেছেন পরিবারের সঙ্গে ঈদ করতে। সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ঈদ করবেন ঢাকায়। অসুস্থ থাকায় তিনি এবার তার নির্বাচনী এলাকা ফরিদপুরে যাচ্ছেন না। তবে তিনি ঈদের পর এলকায় যাবেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়। তবে তার নির্বাচনী এলাকা ঝালকাঠির লোকজনের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করবেন। আর আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। দলটির সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ঈদে ঢাকায় থাকছেন। তিনি ঈদের আগেই নির্বাচনী এলাকার জনগণের সাথে দেখা করে এসেছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে ঈদ করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় ঈদ করবেন। ঈদের পরে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাবেন। এছাড়াও আরেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন ঈদে ঢাকায় থাকছেন। মার্কিন যুক্তরাষ্টের ফ্লোরিডায় একমাত্র মেয়ের সাথে ঈদ উদযাপন করবেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ঈদের নামাজ পড়বেন নিজ নির্বাচনী এলাকায়। তিনি কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়বেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা ঢাকায়। এছাড়াও আরেক যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকছেন নিউ ইয়র্কে। দলটির কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক টাইঙ্গলে ঈদ পালন করবেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান ঈদে ঢাকায় থাকছেন। তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগেই নির্বাচনী এলাকার জনগণের সাথে দেখা করেছি। ঈদের নামাজ পড়বো ক্যান্টনমেন্টের আল্লাহু জামে মসজিদে। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আ হ ম মুস্তাফা কামাল সরকারী কাজে ইংল্যান্ড রয়েছেন। ঈদের আগে তাঁর দেশে ফেরার সম্ভবনা নেই। নিজ নির্বাচনী এলাকা নীলফামারিতে থাকছেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকায় থাকছেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। দলটির সাংগঠনিক সম্পাদক মধ্যে আহমেদ হোসেন ঈদে ঢাকায় থাকছেন। তিনি বলেন, ধানমণ্ডির তাকওয়া মসজিদে ঈদের নামাজ পড়বো। বিএম মোজাম্মেল হক শরীয়তপুরের নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন। খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে লণ্ডনে ঈদ উদযাপন করবেন। আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটের নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়