Saturday, September 5

কানাইঘাট কাড়াবাল্লা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ও করণিকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট কাড়াবাল্লা বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে ভুলে ভরার অভিযোগ পাওয়া গেছে। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এজন্য অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও করণিক নিয়ামত হোসেনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন। অভিযোগে স্কুলের অভিভাবক জয়নাল আবেদীন, আজাদ উদ্দিন চৌধুরী, হানিফা আক্তার রুবি, শাহাদাত হোসেন চৌধুরী, রফিকুল হক, সামছুল হক সহ অসংখ্য অভিভাবকরা জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুর রহমান ও করণিক নিয়ামত হোসেন ইচ্ছে মাফিক স্কুল পরিচালনা করছেন। জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিষ্ট্রেশনের নামে ৪শত টাকা জনপ্রতি প্রধান শিক্ষক ও করণিক নিচ্ছেন। এক্ষেত্রে স্কুলের মেয়াদোত্তীর্ণ ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুজ্জামান চৌধুরী কোন ভূমিকা পালন করছেন না। পিএসসি পরীক্ষায় পাশ করে স্কুলে ভর্তিকৃত এবারের জেএসসি পরীক্ষার্থীদের নাম ও পিতা/মাতার নাম সহ অসংখ্য ক্ষেত্রে ভুল হওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষকের বরাবরে এব্যাপারে অভিভাবকরা অভিযোগ দেওয়ার পরও ভুল সংশোধনে প্রধান শিক্ষক আব্দুর রহমান কোন উদ্যোগ নিচ্ছেন না। এছাড়া অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। আসলেও দেরীতে আসেন। স্কুলের শিক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ এতে করে চরম ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ডাচ ব্যাংকের বৃত্তির আবেদনে শিক্ষার্থীদের নাম, পিতা/মাতার নামে ভুলে ভরা বলে অভিভাবকদের অভিযোগ। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন অভিভাবকরা। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, জেএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে কিছুটা ভুল রয়েছে, তা সংশোধনের চেষ্টা চলছে। স্কুলের কার্যক্রম সঠিক ভাবে চলছে বলে দাবী করেন তিনি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ হলে তিনি বলেন ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারপরও স্কুরের স্বার্থে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়