Friday, June 12

কানাইঘাটে ইউনিভার্সাল স্কুল ও কলেজ ছাত্র সংসদের আত্মপ্রকাশ


কানাইঘাট নিউজ ডেস্ক: গণতন্ত্রের চর্চা এবং শিক্ষার্থীদেরকে আগামী দিনের নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে কানাইঘাট উপজেলায় অবস্থিত ইউনিভার্সাল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘ছাত্র সংসদ’ এর যাত্রা সূচনা হয়। ২০১৫-১৬ সেশনের জন্য নেতৃত্ব নির্বাচন করতে সম্প্রতি ‘ছাত্র সংসদ নির্বাচন’ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ও গবেষক এহসানুল হক জসীম। ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনে ‘কলম’ প্রতীক নিয়ে ভি.পি পদে নির্বাচিত হন ফাহিম আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি রেজওয়ানা আক্তার বাবলী। তার প্রতীক ছিল ‘পদ্মফুল’। মার্জিয়া বেগম ও ফুয়াদ হাসান মুহসিনও ভিপি পদে প্রতিদ্বন্ধিতা করেন। ‘আপেল’ প্রতীক নিয়ে জাহেদ আহমদ জিএস পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি ছিলেন আতিকুর রহমান। এজিএস (ছাত্রী) পদে ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচিত হন ফাতেমা ইয়াসমিন হুমায়রা। তার প্রতিদ্বন্ধি ছিলেন ফাহিমা বেগম। এছাড়া এজিএস (ছাত্র) পদে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন রাসেল আহমদ। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মিসেস ফৌজিয়া বেগম এবং নির্বাচন কমিশনার ছিলেন কাওসার আহমদ। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শাহিন আহমদ, হাবিব আল বাশার এবং মুহিউদ্দিন জাবের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন। ফলাফল ঘোষণার আগে এহসানুল হক জসীম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইউনিভার্সাল মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত ছাত্র সংসদ গঠনের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। কোমলমতি ছাত্র-ছাত্রীরা এখন থেকে গণতন্ত্রের চর্চার পাশাপাশি আগামী দিনের নেতৃত¦ গ্রহণের জন্য নিজদেরকে প্রস্তুত করবে। এ নির্বাচন তাদের মধ্যে সে অনুপ্রেরণা যোগাবে। নির্বাচিত ছাত্র সংসদ প্রতিষ্ঠানের সহ পাঠ্যক্রমিক কার্যক্রমকে আরো গতিশীল করবে। প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়